আরহাম নুর ফায়াজের হান সল্লা
![]() |
আরহাম নুর ফায়াজের হান সল্লা |
দুলাল বাড়ির ঐতিহ্যর ধারাবাহিকতায় আজ (১১/০৭/২০২৪) দুলাল বাড়ির বোরহান উদ্দিনের ছেলে, সুমনের সদ্য জন্ম নেওয়া ছেলের অনুষ্ঠানের হান সল্লা সবাই উপস্থিত থাকবেন। এশার নামাজের পর।
এটি মূলত পরিবারের প্রধানের আহব্বানে বাড়ির গন্য মান্য ব্যক্তি সহ সকলে উপস্থিত থাকেন। আলোচনার প্রধান বিষয় আমন্ত্রনের প্রক্রিয়া সহ আগামীদিনের অনুষ্ঠানে কার কি দায়িত্ব হবে বুঝিয়ে দেওয়া।
এবং যাদের মূল পরিকল্পনায় আয়োজনটি সম্পন্ন করা হয় তারা হলেন সাইফুল, মামুন, কামরুল ও জামশেদ, যাদের সহযোগিতায় আগামী দিনের (১২/০৭/২০২৪) অনুষ্ঠান পরিপূর্ণ রূপে সম্পূর্ণ হবে।
মন্তব্য
দন্যবাদ দিয়ে ছোট করবোনা যাদের অক্লান্ত পরিশ্রমে আইয়োজনটি খুব সুন্দর ভৱে সম্পন্ন হয়েছে। তারা যেভাবে সময়, প্রকৃতি এবং সমাজের নেগেটিভ মতাদর্শের সাথে চ্যালেঞ্জ করে অনুষ্ঠানটিকে সম্পূর্ণ করেছেন তা অবিস্মরণীয় হয় থাকবে। তরুণ সমাজের এই চ্যালেঞ্জিং পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা হয়ে থাকবে।