মোবারকের হান সল্লা
দুলাল বাড়ির ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মধ্যে অন্যতম একটি, যা আইয়োজন করা হয় বাড়ির বসবাস কৃত মোবারকের বিবাহের দিন তারিখ ঠিক হওয়ার পর, বিবাহের দিনের পূর্বে।
এটি মূলত পরিবারের প্রধানের আহব্বানে বাড়ির গন্য মান্য ব্যক্তি সহ সকলে উপস্থিত থাকেন। আলোচনার প্রধান বিষয় আমন্ত্রনের প্রক্রিয়া সহ আগামীদিনের অনুষ্ঠানে কার কি দায়িত্ব হবে বুঝিয়ে দেওয়া।
তারই ধারাবাহিকতায় আজ (১৪/০৭/২০২৪) উত্তর বাড়ির ওহিদ কাকার ছোট ছেলে মোবারকের বিয়ের হান সল্লা সবাই উপস্থিত থাকবেন। এশার নামাজের পর।
কাল পান- শালায় উপস্থিত ছিল না কামরুল, গতকাল সন্ধা থেকে রাত দুটো পর্যন্ত গড়ে বিদ্যুৎ সংযোগ এর কাজ চলছিল তাই।