দুলাল বাড়ির স্বেচ্ছাসেবী কমিটির সদস্য হওয়ার আহ্বান
সন্মানিত দুলাল বাড়ির সকল সদস্যবৃন্দ
আশা করি সবাই ভালো আছেন। অনেক আলোচনা সমালোচনা পেরিয়ে নতুন সপ্তাহের আগমনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রিয় দুলাল বাড়ির উন্নয়ন ও যেকোনো সামাজিক কাজে সবাইকে একসঙ্গে কাজ করার জন্য স্বেচ্ছাসেবী কমিটির সদস্য হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
আমাদের সদস্যা ফর্ম লিংক টি নিচে দেওয়া আছে খুব সহজে পূরণকরতে পারেন বা কামরুল সহ এডমিনদের সহায়তা নিতে পারেন।
আমাদের বিশ্বাস, আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং মূল্যবান মতামত আমাদের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় সমাজকে আরও সুন্দর ও সুশৃঙ্খল করে তুলতে সাহায্য করবে।
যারা স্বেচ্ছাসেবী কাজে আগ্রহী এবং দুলাল বাড়ির জন্য কিছু করতে চান, তারা আমাদের কমিটির সদস্য হিসেবে যোগদান করতে পারেন। আপনারা যে কোনো বিষয়ে সৃজনশীল মতামত প্রদান করতে পারেন এবং আমাদের সঙ্গে মিলিত হয়ে দায়িত্ব গ্রহণের মাধ্যমে এগিয়ে আসতে পারেন।
আমাদের লক্ষ উদেশ্যে অনেক স্বচ্ছ। আমরা আবারো বলছি আমাদের এই স্বেচ্ছাসেবী কমিটি কোনো রাজনৈতিক , বাড়ির, সামাজিক বা মসজিদের ভিত্তিক নয়। এটি সম্পূর্ণ এডমিনদের উদ্বেগে ঘটিত একটি স্বেচ্ছাসেবী কমিটি।
আমি আনোয়ার ভাইয়ের মূলাবান কথার সাথে এক মত প্রকাশ করছি যে সত্যি আমরা অনেকেই শিক্ষিত তবে সুশিক্ষার অভাব আছে। তাই আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আপ্রাণ চেষ্টা করতে হবে।
সাথে সাথে আমি এডমিনদের পক্ষথেকে আনোয়ার ভাইকে আহব্বান জানাবো আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা প্রতিপলন ঘটিয়ে আমাদের এই দুলাল বাড়ি ডেভেলপমেন্ট বা স্বেচ্ছাসেবী কমিটির উপদেষ্টা হিসাবে কাজ করার জন্য।
এবং একটি নীতিমালা প্রণয়ন করার জন্য। যার মধ্যে এই স্বেচ্ছাসেবী কমিটি পরিচালিত হবে। আশা করি আপনি আমাদের আহ্বানে সারা দিবেন।
সবাইকে থন্যবাদ
দুলাল বাড়ি ডেভেলপমেন্ট কমিটির ব্যাংক বিবরণ!
Current Accounts
1045006296230
Loading...
National Bank LimitedSandwip Branch Chattogram